Majhe Maje Tobo Dekha Pai by Rabindranath Tagore
Listen to this beautiful Rabindra Sangeet in which the poet has captured the desperate desire to be reunited with God and find peace and light in spirituality.
Title : Majhe Maje Tobo Dekha Pai by Rabindranath Tagore
Song Credits:
Vocals - Prashmita Paul
Composer & Lyricist - Rabindranath Tagore
Arrangement and Music Production - Rahul Sarkar
Flute - Swarajit Ratul Guha
Mix and Master - Suvam Moitra
Recorded at - Muzik House Studios
Additional recording - Gaurab Ray
_____________________________________________
Lyrics :
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে
অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।।
ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে।
ওহে হারাই-হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে
হারাইয়া ফেলি চকিতে।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
ওহে কি করিলে বলো পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে
ওহে কি করিলে বল পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ
তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে…
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা।
মানুষের হৃদয় যখন ভরে ওঠে মোহ-মায়ার অন্ধকারে, তখন ঈশ্বরের সঙ্গে তৈরী হয় দূরত্ব। ঈশ্বরকে হৃদয়ের মাঝে সর্বদা খুঁজে পাওয়ার আকুল ইচ্ছে ফুটে উঠেছে কবিগুরু রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) ঠাকুর দ্বারা রচিত "মাঝে মাঝে তব দেখা পাই" গানে।
বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সংগ্রহ হলো "গীতবিতান"। এই সংগ্রহের একটি বিশিষ্ট বিষয়শ্রেণী হলো "পূজা ও প্রার্থনা পর্যায়"; এই বিভাগের গানগুলিতে কবি কখনো তুলে ধরেছেন আধ্যাত্মিকতা ও আরাধনার ইচ্ছে, কখনো বা ঈশ্বরের প্রতি গভীর প্রেম। এই রচনাগুলির কথায় ফুটে উঠেছে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে নেওয়ার মাধ্যমে আত্মার সঙ্গে সংযোগ স্থাপন ও নিজের মধ্যেই শান্তি ও আনন্দের অনুভূতি খুঁজে নেওয়ার ইচ্ছে ও প্রচেষ্টা। তেমনই একটি গান হলো "মাঝে মাঝে তবে দেখা পাই"।
No comments: