Aaj Mon Cheyeche Ami Hariye Jabo Lyrics (আজ মন চেয়েছে) Lata Mangeshkar
Aaj Mon Cheyeche Ami Hariye Jabo Lyrics In Bangla. Sung by Lata Mangeshkar from Shankhabela bengali Movie. Bangla Song Lyrics written by Pulak Banerjee And Music composed by Sudhin Dasgupta. Starring: Uttam Kumar And Madhabi Mukherjee.
Movie: Shankhabela (1966)
Singer: Lata Mangeshkar
Music: Sudhin Dasgupta
Lyrics: Pulak Banerjee
Director: Agragami
Label: Saregama India Ltd
Aaj Mon Cheyeche Ami Hariye Jabo Lyrics In English :
Aaj mon cheyeche ami hariye jabo
Hariye jabo ami tomar sathe
Sei ongikarer rakhi poriye dite
Kichu somoy rekho tomar haate
Kichu swopne dekha kichu golpe shona
Chilo kolpona jaal ei praane bona
Taar anurager ranga tulir chowa
Nao buliye noyonopaate
Tumi vashao amay ei cholar srotey
Chiro saathi roibo pothe
Tai ja dekhi aaj sobi valo laage
Ei notun gaaner sure chondo raage
Keno diner aalor moto sohoj hoye
Ele amar gohon raate
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো লিরিক্স :
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে (x2)
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা
ছিল কল্পনা জাল এই প্রানে বোনা (x2)
তার অনুরাগের রাঙা তুলির ছোয়া
নাও বুলিয়ে নয়নপাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী রইবো পথে (x2)
তাই যা দেখি আজ সবই ভাল লাগে
এই নুতন গানের সুরে ছন্দ-রাগে
তাই যা দেখি আজ সবই ভাল লাগে
এই নুতন গানের সুরে ছন্দ-রাগে
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
এলে আমার গহন রাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো,
হারিয়ে যাবো আমি তোমার সাথে (x2)
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে
আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো
হারিয়ে যাবো আমি তোমার সাথে।
Don't forget to bookmark us
https://banglaganchords.blogspot.com/
No comments: