ambition-nachiketa-chakraborty-ke-jay


Song: Ambition 

Album Name: Ke Jay (1994)
Album Artist: Nachiketa Chakraborty


View: Chords  Strum   Tabs   Lyrics   PDF    Videos

Lyrics & Chords

C#m

কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার,
কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার,
কেউ চায় বেচতে রূপোয়- রূপের বাহার, চুলের ফ্যাশান।
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশান !
ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে,
পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে।
ডাক্তার ভুলছে শপথ, ঘুষ খায় ইঞ্জিনিয়ার,
আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার।
যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম-
ফেলে দাও স্রোতের মুখে- আদর্শ, বিবেক ও প্রেম।
এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান।
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশান !
বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো।
‘সৎ ভাবে বাঁচো বাঁচাও’, একথা লোক ভোলানো।
সৎ ভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো।
শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ।
এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে,
ধুলো মাখা পথই আমার, তুমি চড় জয়রথে।
শত লাঞ্ছণা দিও, করো আমায় অসম্মান।
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান !
আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশান !
আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশান !!
তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশান !!!!





home lyrics,the lyric, beatles lyrics, bass guitar, acoustic guitar,guitar,piano for sale,



Don't forget to bookmark us
https://banglaganchords.blogspot.com/

No comments:

@Banglaganchords. Powered by Blogger.